সৌর, বায়ু ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আফগানিস্তানের জলবায়ু অত্যন্ত উপযোগী। তাই এই সকল দেশীয় উৎস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার।
আফগানিস্তানের নানগারহার প্রদেশের মেহতারলাম শহরে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়। এই প্লান্টটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ১০০ মেগাওয়াট।
প্লান্টটি আফগানিস্তানের পূর্ব অংশে অবস্থিত নানগারহার, লাঘমান, কুনার ও নুরিস্তান প্রদেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়নে ৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ব্যবহারিক কাজ শীঘ্রই আরম্ভ হবে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মূল্যায়ন টিম।
দেশের চাহিদা মেটাতে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে হয় তালেবান সরকারকে। তবে সরকারের গৃহীত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমদানি নির্ভরতা উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাবে বলে আশা করছেন বিশ্লেষকগণ।
তথ্যসূত্র:
1. 100 MW Solar Plant to Supply Electricity Across Eastern Provinces
– https://tinyurl.com/3a9khapj