স্বনির্ভর আফগানিস্তান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিল ইমারতে ইসলামিয়া সরকার। সেই ধারাবাহিকতায় মোটরযান নির্মাণ খাতেও সফলতা দেখিয়ে চলেছে এই সরকার।
এবার পণ্যবাহী ডাম্পট্রাক তৈরি করেছে ইমারতে ইসলামিয়া সরকারের জাতীয় উন্নয়ন কর্পোরেশন(এনডিসি)। শীঘ্রই তা দেশের অভ্যন্তরীণ সড়কে চালু করা হবে। এই ট্রাক মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হবে।
ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ তার এক্স বার্তায় এই ঘোষণা জানান। জাতীয় উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে নির্মিত অন্যান্য পণ্যসমূহ শীঘ্রই প্রদর্শিত হবে বলে বার্তায় জানানো হয়।
উল্লেখ্য যে, বিগত অক্টোবর মাসে আফগানিস্তানে নতুন বাস নির্মাণের ঘোষণা জানিয়েছিল উক্ত প্রতিষ্ঠান।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mvbpuk5r
2. افغانستان له بس موټر وروسته ډمټرک موټر تولید کړ
– https://tinyurl.com/m34p7sfp