আফগানিস্তানের ৩১৮টি জেলায় হাসপাতাল নির্মাণের জন্য বাজেট অনুমোদন

2
66

আফগানিস্তানের ৩১৮টি জেলায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই লক্ষ্যে ৬ বিলিয়ন আফগানি মুদ্রার অধিক বাজেট অনুমোদন করা হয়েছে। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমিরের জারিকৃত ডিক্রি অনুযায়ী এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য ইতোমধ্যে দেশটির লোগার, গজনি ও ফারাহ প্রদেশে ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। হাসপাতালগুলোর নির্মাণ কাজ শীঘ্রই আরম্ভ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

নাগরিকদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণ অভিন্ন স্বাস্থ্যসুবিধা লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Afghanistan to Build Hospitals in 318 Districts with Over 6 Billion AFN Budget
– https://tinyurl.com/mpphtyvs

2 মন্তব্যসমূহ

  1. السلام عليكم ورحمه الله وبركاته
    সমপ্রতি আমি বাংলাদেশ এর একটি হলুদ মিডিয়ায় দেখলাম যে আফগানিস্তান সরকার নাকি নারীদের মেডিকেল পড়া বন্ধ করে দিয়েছে এবং এ বিষয়টিকে মুরতাদ সাংবাদিকরা অনেক নেগেটিভ ভাবে উপস্থাপন করেছে।এ বিষয়টি দেখে আমি অনেকটা অবাক হই যে আফগানিস্তান সরকার কখনো এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যেটা মুসলিম উম্মাহর শিক্ষা,সমৃদ্ধি ও জ্ঞান অর্জনের পেছনে বাধা হয়ে দাঁড়াবে এবং ইসলামে নারীদের উচ্চ শিক্ষা অর্জনের ব্যাপারে কোন বাধা দেওয়া হয়নি এ বিষয়টি সম্বন্ধে কিছু জানতে চাই। সত্যিই কি আফগানিস্তানের সরকার এরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে আর করলে সেটি কিসের জন্য করেছে সেটিকি স্থায়ীভাবে করেছে নাকি অস্থায়ীভাবে?এর আগে শুনেছিলাম যে অস্থায়ীভাবে নারীদের সম্ভবত ভার্সিটিতে পড়া স্থগিত করা হয়েছিল পর্দার বিধান লঙ্ঘন হয় এজন্য এবং বলা হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা করার পর সে নিষেধাজ্ঞা আবার তুলে নেয়া হবে।

    • ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

      সম্প্রতি নার্সিং ও ধাত্রী প্রশিক্ষণ কোর্সের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো সাময়িক। যেসব জায়গায় নারীদের শারীয়াহর অনুগামী হয়ে চলাকে নিশ্চিত করা যাচ্ছে, সেগুলোকে চালু রাখা হয়েছে। যেসব জায়গায় এই সংক্রান্ত জটিলতা সমাধান করা যায় নি সেগুলো বন্ধ আছে। বা বন্ধ করা হয়েছে। এবং একই সাথে এগুলো কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ চলমান আছে। আমরা উমারাদের উপর আস্থা রাখি ইনশাআল্লাহ্‌, সাথে দুয়া করি, আল্লাহ তায়ালা যেন তাদেরকে পূর্ণ শারিয়াহ অনুসরণ করে চলার তাওফিক দেন, তাদের জন্য সহজ করে দেন। আমীন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুম-খুনের জন্য ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার র‍্যাবের
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ১৬৯ জন ক্যাডেট শিক্ষার্থীর স্নাতক কোর্স সম্পন্ন