বর্বর ইসরায়েলি আগ্রাসনে আরও ৪০ ফিলিস্তিনি নিহত

0
10

গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ১৩ ডিসেম্বর, শুক্রবার ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৪০ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও ৯৮ জন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত প্রায় ৪৪,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। স্থানীয় সময় ১৩ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হামলার পর গত ১৪ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৮৭৫ জনে। এছাড়া এই আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Israel’s genocide in Gaza: 40 Palestinians killed in 24-hour span
– https://tinyurl.com/5ah2k2j9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দিল অধ্যক্ষ
পরবর্তী নিবন্ধবিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০