ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বর্বর বিমান হামলা অব্যাহত রয়েছে। ১৫ ডিসেম্বর, রবিবার ইসরায়েলি হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রবিবার গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা এবং সাংবাদিকসহ বহু মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে দুই সাংবাদিকের মৃত্যুর খবরও জানিয়েছে আলজাজিরা।
এছাড়া, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর হামলায় কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখের বেশি। লক্ষাধিক মানুষ হয়েছেন বাস্তুহারা ও স্বজনহারা।
গাজার পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে, এবং আন্তর্জাতিক মহলের নীরবতা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে বলে জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।
তথ্যসূত্র:
1. Israel bombs another UN-run school in Gaza ‘without warning’, killing 20
– https://tinyurl.com/ms4rhcfu