দক্ষিণ গাজা উপত্যকায় স্বাধীনতাকামীদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন কোম্পানি কমান্ডার। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় এক যুদ্ধে তাদের দুই সেনা নিহত হয়েছে। এদের একজন রিজার্ভ ফোর্সের মেজর মোশিকো ম্যাক্সিম রোজেনওয়াল্ড (৩৫)। সে নাহাল ব্রিগেডের একটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিল। অপরজন সৈনিক। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ দুজন কীভাবে নিহত হল- তা জানায়নি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা ৮১৭ জনে পৌঁছাল।
এদিকে ইসরায়েলি বাহিনী আরও কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। কারণ, দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বিভিন্ন সময়ে দেশটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে তারা।
তথ্যসূত্র:
1. Two IDF soldiers killed in building collapse in southern Gaza
– https://tinyurl.com/376vuzp9
2. ‘Israel’ admits 2 soldiers killed, 2 injured in Rafah, south Gaza
– https://tinyurl.com/23j32hhs