৩ বছরে আফগান সিমেন্ট খাতে সর্বমোট বিনিয়োগ হয়েছে ৪৩ বিলিয়ন আফগানি

0
65

অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই সরকারের আমলে দেশে বিদ্যমান সিমেন্ট কারখানাসমূহের কার্যক্রম আরও বেগবান হয়েছে। পাশাপাশি গড়ে উঠছে নতুন নতুন সিমেন্ট কারখানা। বিগত ৩ বছরে দেশটির সিমেন্ট উৎপাদন খাতে সর্বমোট ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ করেছে বিভিন্ন দেশী-বিদেশি কোম্পানি।

৭০ মিলিয়ন আফগানি ব্যয়ে পারওয়ান প্রদেশের জাবাল আল-সারাজ সিমেন্ট কারখানার প্রাথমিক পর্যায় নির্মাণ সম্পাদন করেছিল ইমারতে ইসলামিয়া সরকার। বর্তমানে এটি সম্প্রসারণে প্রায় ১৫ বিলিয়ন আফগানি বিনিয়োগ করেছে একাধিক দেশী-বিদেশি কোম্পানি।

একইভাবে ৭ বিলিয়ন আফগানি বিনিয়োগ করা হয়েছে কান্দাহার প্রদেশের শোরানডাম সিমেন্ট প্লান্টে। আর হেরাত সিমেন্ট প্লান্টে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১০ বিলিয়ন আফগানি।

অপরদিকে জাওযান প্রদেশের ইয়াতিক তাক জেলায় একটি সিমেন্ট কারখানা গড়ে তুলতে চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া সরকারের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ৭৭টি তুর্কী কোম্পানির সাথে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এতে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ১১ বিলিয়ন আফগানি। এছাড়া বালখ প্রদেশে একটি সিমেন্ট কারখানা স্থাপনের জন্য বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ২টি আফগান ও চীনা কোম্পানি।

এই সকল উদ্যোগের ফলে দেশে সিমেন্ট উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ফলে শীঘ্রই সিমেন্ট উৎপাদন খাতে আফগানিস্তান স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. 43 billion AFN invested in cement production since the advent of IEA
– https://tinyurl.com/5d9rxz3z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনাসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান
পরবর্তী নিবন্ধহাসিনার সেই পিয়নের একাউন্টে প্রায় ৬২৭ কোটি টাকা