ভারতে তিন মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা

0
39

ভারতে তিন মুসলিম যুবককে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করলো উগ্রবাদী হিন্দুরা। গত রবিবার (১৫ ডিসেম্বর) হনুমান জয়ন্তী উপলক্ষে ভারতের ব্যঙ্গালুরু-মায়শুরু রোডে এক হিন্দু যাত্রায় এই ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, গেরুয়া রঙের পতাকা হাতে একদল হিন্দু মোটর সাইকেলে আরোহণকারী কয়েকজন মুসলিমের পথ রোধ করে। পথ রোধ করার পর তাদের ঘিরে ধরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য জোরজবরদস্তি করতে থাকে।

ওই সময় মোটরসাইকেল আরোহী ওই মুসলিমদের মৌখিকভাবে হেনস্তাও করা হয়।

পরে স্থানীয় পুলিশ স্থানীয়দের তোপের মুখে হেনস্তাকারী হিন্দুদের বিরুদ্ধে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/hhhnya9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কান্দাহারে ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিকীকরণ প্রকল্প শুরু
পরবর্তী নিবন্ধ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনাসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান