ইয়েমেনে শত্রু বাহিনীর উপর আল-কায়েদার ড্রোন ও স্নাইপার হামলা অব্যাহত

0
295

আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা আনসারুশ শরিয়াহ্ নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা ইয়েমেনের আবিয়ান রাজ্যে আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল বাহিনীর বিরুদ্ধে ৩টি সফল অভিযান পরিচালনা করছেন।

দলটির অফিসিয়াল আল-মালাহিম মিডিয়া সূত্রে জানা গেছে, মুজাহিদিনরা তাদের এই অভিযানগুলোর প্রথমটি পরিচালনা করছেন গত ১৬ ডিসেম্বর সোমবার। আবিয়ান রাজ্যের মুদিয়া জেলার আল-কাসারা এলাকায় অবস্থিত মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক স্নাইপার শুটার মুজাহিদ বিভিন্ন দিক থেকে স্নাইপার রাইফেল দ্বারা হামলাটি পরিচালনা করেন। এতে সংযুক্ত আরব-আমিরাত সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল মিলিশিয়া বাহিনীর বেশ কিছু সৈন্য হতাহত হয়।

এমনিভাবে গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার, মুদিয়া জেলায় আমিরাতের অনুগত মিলিশিয়া বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালান মুজাহিদিনরা। সামরিক অবস্থানটিতে মুজাহিদদের ড্রোন বোমা হামলার ফলে কতক শত্রু সৈন্য হতাহত হয়।

এদিন মুদিয়া জেলায় দক্ষিণী মিলিশিয়া বাহিনীর একটি সমাবেশস্থল লক্ষ্য করে অতর্কিত গেরিলা আক্রমণ চালান মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর অন্তত ১ সৈন্য নিহত এবং আরও ২ সৈন্য আহত হয়। বাকিরা মিলিশিয়া সদস্যরা সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানে আহত লাভলুর উপর যুবদল নেতার হামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা
পরবর্তী নিবন্ধগাজায় ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ ৩ ইসরায়েলি সন্ত্রাসীকে হত্যা করলেন মুজাহিদিনরা