পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় দেশটির স্পেশাল ফোর্সের একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব। এতে ৩টি সাঁজোয়া যান ধ্বংসের পাশাপাশি শত্রু বাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বুধবার, কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়াজির রাজ্যের কারফাহরার জেলায় একটি অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অতর্কিত আক্রমণটি উক্ত অঞ্চলের কারসু এলাকা অতিক্রমকালে কেনিয়ান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একটি কনভয় লক্ষ্য করে চালানো হয়।
সূত্রমতে, প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা অতর্কিত এই আক্রমণটি চালিয়েছেন। মুজাহিদিনরা প্রথমে শত্রু বাহিনীর একটি সামরিক যানকে মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন। এতে কনভয়টি তার আপন গতিশীলতা হারায়, আর এসময়টাতেই মুজাহিদিনরা বিভিন্ন দিক থেকে কনভয়টি লক্ষ্য করে তীব্র গুলাগুলি শুরু করেন। ফলে কেনিয়ান স্পেশাল ফোর্সের আরও ২টি সাঁজোয়া যান ধ্বংস হয়। এতে হতাহতের শিকার হয় কেনিয়ান স্পেশাল ফোর্সের কয়েক ডজন সৈন্য।
হারাকাতুশ শাবাব এই অভিযানের প্রাথমিক ফলাফল সম্পর্কিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদদের অতর্কিত এই অভিযানে কেনিয়ান স্পেশাল ফোর্সের অন্তত ৯ সৈন্য নিহত এবং আরও অনেক সৈন্য আহত হয়েছে। ধ্বংস হয়েছে শত্রু বাহিনীর ৩টি সামরিক ও সাঁজোয়া যান।