সোমালিয়ার রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী ও দখলদার শক্তিগুলোর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব মুজাহিদিন। এতে প্রতিদিন হতাহতের শিকার হচ্ছে অসংখ্য শত্রু সৈন্য।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১৮ ডিসেম্বর বুধবারে মুজাহিদিনরা দেশটিতে মোগাদিশু বাহিনী এবং দখলদার ইথিওপিয়ান ও উগান্ডান সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১১টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে ৭টি অভিযানই চালানো হয়েছে দখলদার ইথিওপিয়ান, উগান্ডান ও মোগাদিশু বাহিনী দ্বারা যৌথভাবে পরিচালিত ৭টি সামরিক ঘাঁটিতে। এমনিভাবে ৩টি অভিযান চালানো হয়েছে হারওয়া, বুলুমারির ও বাইদোয়া শহরে মোগাদিশু বাহিনীর চেকপোস্টগুলো লক্ষ্য করে। অন্য একটি অভিযান চালানো হয়েছে বাইদোয়া শহরের পুলিশ স্টেশন লক্ষ্যবস্তু করে।
সূত্রমতে, সোমালিয়ার হারওয়া, বুলুমারির ও বাইদোয়া শহরে মোগাদিশু বাহিনীর ৩টি চেকপোস্টেই মুজাহিদদের পরিচালিত অভিযানে মোগাদিশু বাহিনীর অন্তত ৭ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ এরও বেশি শত্রু সৈন্য। সেই সাথে মুজাহিদিনরা অভিযান শেষে ঘটনাস্থল থেকে গনিমত হিসাবে অর্জন করেছেন বেশ কিছু ক্লাশিনকোভ এবং মেশিনগান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম।
এছাড়াও বাইদোয়া শহরে সোমালি পুলিশ স্টেশন লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত অভিযানেও শত্রু বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ স্টেশন।
আর রাজধানী মোগাদিশু এবং দক্ষিণ সোমালিয়ার ৪টি রাজ্যের ৭টি ঘাঁটিতে মুজাহিদদের পরিচালিত অভিযানেও বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে। হতাহতদের মধ্যে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর সদস্যরা ছাড়াও দখলদার ইথিওপিয়ান ও উগান্ডান বাহিনীর অনেক সদস্য রয়েছে। হাতাহত ছাড়াও মুজাহিদদের এই অভিযানগুলোতে শত্রু বাহিনী ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ধ্বংস হয়ে গেছে সামরিক ঘাঁটির অনেক অবকাঠামো ও সামরিক সরঞ্জাম।