সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেনের নৌ ঘাঁটি ব্যবহার করে জাহাজের মাধ্যমে ইসরায়েলে এক হাজার টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ইন্টারসেপ্ট ১৭ ডিসেম্বর, মঙ্গলবার ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন।
স্পেন বেশ আগেই তার রোটা বন্দর ব্যবহার করে কোনো দেশ ইসরায়েলের কাছে অস্ত্রের চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়। তবে এটি স্পেনের মাটিতে অবস্থিত এবং কৌশলগতভাবে এটি স্প্যানিশ আইনের অধীন।
গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কোনো দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারবে না। এরই মধ্যে পাঁচটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দিয়েছে স্পেন কর্তৃপক্ষ।
অন্যদিকে, মার্কিন সরকার ইসরায়েলের কাছে চলমান সংঘাতের মধ্যে প্রায় ১৮০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজা উপত্যকায় ৪৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।
তথ্যসূত্র:
1. US defied Spanish embargo on arms bound for Israel, report says
– https://tinyurl.com/j8nby2ae