আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ; আহত ১৫

0
12

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় দলীয় কার্যালয়, বসতবাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলা কৃষকদলের সদস্যসচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। এতে শফিক রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খান, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন আহত হয়।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, খাসেরহাট বাজার ও আশপাশ এলাকায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছে। যেকোনো মুহূর্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।


তথ্যসূত্র:
১. লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
– https://tinyurl.com/yvyhf2rk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে গোলাপবাগানে লুকিয়ে থাকা ভারতীয় নাগরিক আটক
পরবর্তী নিবন্ধস্কুলগামী ছাত্রীদের ইভটিজিং করায় জঙ্গি ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বাঁধলো স্থানীয়রা