গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত

0
22

গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২০ ডিসেম্বর, শুক্রবার আরও অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে। এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৫১২ জন।

এদিকে ‌‌‌‌‘গাজা ডেথ ট্রাপ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডক্টরস উইথআউট বডার্স। এতে বলা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিগত নিধনের স্পষ্ট লক্ষণ রয়েছে।

তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাটি।


তথ্যসূত্র:
1. Occupation commits three new massacres against families in Gaza over the past 24 hours
– https://tinyurl.com/3rvdaymd
2. Gaza death toll surpasses 45,200 as Israel kills 77 more Palestinians
– https://tinyurl.com/mr2mk7hs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাঁওর থেকে এক কোটি টাকার মাছ লুট; মিলে- মিশে একেকার আওয়ামীলীগ- বিএনপির নেতারা
পরবর্তী নিবন্ধসোমালিয়ার হাওদালী জেলা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব: নিহত অন্তত ২৫