গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১২

0
7

২১ ডিসেম্বর, শনিবার গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত খাল্লাহ পরিবারেরর বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতের উদ্ধার করছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থার সদস্যরা।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এর মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে বড় শিশুটির বয়স মাত্র ছয় বছর। তিনি জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ জন আহত হয়েছে।

অপরদিকে আল-আকসা মারটিয়ার্স হাসপাতাল জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত একটি আবাসিক ভবনে ড্রোন হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া বেইত হানুনে বিমান হামলার ঘটনায় দুই শিশু এবং তাদের বাবা-মা মোট চারজন নিহত হয়েছে।

এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত প্রায় ৪৫,২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লক্ষ ৭,৫৭৩ ফিলিস্তিনি।


তথ্যসূত্র:
1. Israel kills 7 children from one family in air strike on Gaza
– https://tinyurl.com/3t2unc3y
2. Seven children from one family among dozens killed by Israeli attacks on Gaza
– https://tinyurl.com/53rmp2pc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ২ দখলদার সেনা নিহত
পরবর্তী নিবন্ধগাজা উপত্যকায় হামাসের হামলায় আরো ৫ দখলদার সেনা নিহত