ভারতের বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত

0
28

মৌলভীবাজার বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের সমনভাগ চা বাগানের ভারতীয় সীমান্তবর্তী পাথারিয়া বনের গহীনে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম গোপাল ভাগতি (৩৫)। রবিবার (২২ ডিসেম্বর) সীমান্তের শূন্য রেখা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সংবাদমাধ্যমকে জানায়, গত শনিবার সমনভাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল ভাগতির ছেলে গোপাল ভাগতি বাঁশ কাটতে পাথারিয়া বনের গহীনে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে রবিবার স্থানীয় কিছু চা শ্রমিক সীমান্তের ১৩৯১ ও ১৩৯২ নম্বর মূল সীমান্ত খুঁটির শূন্য রেখার ২০০ গজ অভ্যন্তরে একটি লাশ দেখতে পায়। একপর্যায়ে স্থানীয়রা সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং বিজিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

নিহতের স্বজনদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের ওপারে লাশ ফেলে গেছে। তার সাথে থাকা আরও কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় তারা রক্ষা পায়।


তথ্যসূত্র:
১.ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
– https://tinyurl.com/mwhc4c3v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের নেতা
পরবর্তী নিবন্ধগাজার স্কুল-হাসপাতাল-সেফ জোনে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলা, নিহত ৫০