ছাত্র- জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

0
6

জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ রাজধানী উত্তরার জামিয়া রাওজাতুল উলূম মাদরাসার শিক্ষার্থী আরাফাত হোসাইন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর কেন্টনমেন্ট হসপিটালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আরাফাত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তার পিতা পেশায় রিকশাচালক। আরাফাত রওজাতুল উলুম মাদরাসার ইবতেদায়ি আউয়ালের শিক্ষার্থী ছিলেন।

জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী কওমী মাদরাসাভিত্তিক সংগঠন সাধারণ আলেম সমাজ এক বিবৃতিতে জানিয়েছে, ১২ বছর বয়সী এই তালিবুল ইলম গত ৫ আগস্ট (সোমবার) ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিজয় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিতে আক্রান্তের পর আরাফাতের বাম পাজর দিয়ে গুলি ঢুকে ডান পাজর দিয়ে বের যায়। গুলি লাগার কারণে তার পাজরের হাড় ছিদ্র হয়ে যায়। কোমরের অংশে মেরুদণ্ড চুর্ণ হয়ে যায়। এতে কিডনি ডেমেজ এবং মাথায় রক্তক্ষরণ হয়। ফলে তাকে প্রথমে আধুনিক হাসপাতাল এবং এরপরে কুর্মিটোলায় নেয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় তারা ফেরত পাঠায়। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে আজ ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন।

তারা আরো জানিয়েছে, ঘাতক বুলেট আরাফাতের বাম পাজর ভেদ করে মেরুদণ্ড ভেঙে ডান দিক দিয়ে বের হয়ে যায়। এতে তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর তাকে বিদেশ নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই তিনি শহীদ হন। আল্লাহ শহীদ আরাফাতকে জান্নাত নসিব করুন।

এই অভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের এমন ত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে।


তথ্যসূত্র:
১.জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল
-https://tinyurl.com/4hyumsnx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন
পরবর্তী নিবন্ধমালিতে জান্তা ও ওয়াগনারের বিরুদ্ধে আল-কায়েদার ১২ অভিযান