‘গুজরাটের কসাই’ খ্যাত নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিল কুয়েত

0
54

সম্প্রতি কুয়েত সফরকালে ‘গুজরাটের কসাই’ খ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে কুয়েত সরকার। রবিবার ( ২২ ডিসেম্বর) তাকে মোবারক আল কাবির বা মুবারক দ্য গ্ৰেট উপাধি দেয়।

রোববার (২২ ডিসেম্বর) কুয়েতের আমির মেশাল আল আহমেদ আল জাবির এই সম্মাননা প্রদান করে। ওইসময় কুয়েতের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলো।

এই সফরকালে কুয়েতের বয়ান প্যালেসে হিন্দুত্ববাদী এই প্রধানমন্ত্রীকে বিশেষ অভ্যার্থনা জানানো হয়।

গত ৪৩ বছরে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফর করলো।


তথ্যপ্রযুক্তি:
1.PM Modi honoured with Kuwait’s highest civilian award
-https://tinyurl.com/42ekbk9a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার স্কুল-হাসপাতাল-সেফ জোনে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলা, নিহত ৫০
পরবর্তী নিবন্ধতিনদিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক