উত্তর প্রদেশের বারনাসে বেশীরভাগ মুসলিম অধ্যুষিত দালমান্ডি পাইকেরী মার্কেটের ১০,০০০ এর বেশী দোকান ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের বিজেপি শাসিত সরকার। কাশী বিশ্ব নাথ মন্দিরের ১৫০ মিটার এলাকায় এসকল দোকান অবস্থিত।
অবৈধভাবে ভুমি অধিগ্ৰহনের অভিযোগ তুলে একটি জরিপ পরিচালনা করে বারানসী মিউনিসিপ্যাল কর্পোরেশন । ওই জরিপের পর তারা দোকান মালিকদের নোটিশ প্রদান করে। নোটিশে উল্লেখ করা সময়ের পর থেকেই ভাঙচুর কার্যক্রম শুরু হবে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে।
কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তা প্রশস্ত করার জন্য বিজেপি সরকার এই উদ্যোগ গ্ৰহণ করেছে বলে জানা গেছে।
দালমন্ডির ওই মর্কেটকে পূর্বাঞ্চলের সিঙ্গাপুর বলে ডাকা হয়। এটি একটি অন্যতম ব্যবসায়িক বানিজ্যিক কেন্দ্র।
গত ৬ ডিসেম্বরে দালমান্ডী সফরকালে মূখ্য মন্ত্রী উগ্ৰবাদী যোগী আদিত্যনাথ বলেছে, মন্দিরে যাওয়ার জন্য রাস্তা প্রশস্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, দালমান্ডী ছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনার অভিযোগ তুলে বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে আদিত্য নাথের সরকার।
গত ২০ ডিসেম্বর সাম্বালের সমাজওয়াদী পার্টির নেতা জিয়াউর রহমান বারাকের বাড়ীর সামনে ড্রেনের উপরে একটি স্লাব সরাতে বুলডোজার ব্যাবহার করা হয়।
তথ্যসূত্র:
1.Over 10,000 Shops in Varanasi’s Muslim Market to be Demolished for Kashi Vishwanath Corridor Development
-https://tinyurl.com/ymwater8