‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ সমন্বয়কের বাড়ির দেওয়ালে হুমকি বাণী

1
119

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখা দেখা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাড়ির দেয়ালে এমন লেখা দেখা যায়। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং এলাকাবাসী।

সমন্বয়ক আহসান হাবীব সাহেবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে আহসান হাবিবের পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।


তথ্যসূত্র:
১.সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

– https://tinyurl.com/3p8s9van

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপালানোর সময় বিমানবন্দরে আটক বিজিবির সাবেক মহাপরিচালক
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতার বাড়িতে নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা