গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

0
26

ফিলিস্তিনের গাজায় একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১৪ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নারী-শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর অভিযানে ২৭ নভেম্বর, শুক্রবার এ উপত্যকায় আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৮ জন।

শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিসংখ্যান অনুযায়ী শুক্রবারের সর্বশেষ আগ্রাসনের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবারের বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।


তথ্যসূত্র:
1. Gaza death toll tops 45,400 as Israel kills 37 more Palestinians
– https://tinyurl.com/ycswz84k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরীতিমতো চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি, বৈধতা পেতে রাজস্ব খাতও ম্যানেজ করছে বিএনপি নেতারা
পরবর্তী নিবন্ধহাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই