দখলদার ইসরায়েলের হামলায় উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে

0
53

ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর অভিযানে ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ২৭ নভেম্বর, শুক্রবার হাসপাতালটিতে এ অভিযান চালানো হয়। এর আগে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘২৭ নভেম্বর, শুক্রবার সকালে চালানো আগ্রাসনে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে আটক করে একটি তদন্তকেন্দ্রে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এর আগে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার সর্বশেষ পরিচালিত হাসপাতালটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হাসপাতালের অপারেটিং রুম ও জরুরি বিভাগ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের সকল রোগী ও কর্মীসহ আনুমানিক ৩৫০ জনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এতে গাজার উত্তর অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্রটির সব চিকিৎসা সুবিধা বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাসপাতালের একটি সূত্রের বরাতে আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী হাসপাতালের চিকিৎসা সুবিধার বিভিন্ন অংশে আগুন দেওয়ায় হাসপাতালের অন্তত পাঁচজন কর্মী পুড়ে মারা গেছেন।

হাসপাতাল পুড়িয়ে দেওয়ার এ ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে সংগঠনটি বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের আশ্রয়-প্রশ্রয়ে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার। এসব দেশ চলমান এই গণহত্যার অংশীদার।’

এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।


তথ্যসূত্র:
1. Last major health facility in north Gaza ‘out of service’ after Israeli attack
– https://tinyurl.com/ydmuzze6
2. LIVE: Israeli soldiers storm, set fire to last hospital in northern Gaza
– https://tinyurl.com/4yc9z23n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে বিএনপির দুইগ্ৰুপের সংঘর্ষে নিহত ০১