কয়েকজন ব্যক্তি পুরো পাকিস্তানকে জিম্মি করে রেখেছে: আফগান তথ্যমন্ত্রী

0
291

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়রখওয়া সম্প্রতি আফগান ভূখণ্ডে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত হামলার পর একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার কথা উল্লেখ করে বলেন, “একদল লোক সমগ্র পাকিস্তানকে জিম্মি করে রেখেছে।”

বিবৃতি মন্ত্রী মহোদয় বলেন, আমাদের এবং পাকিস্তানি জনগণের মধ্যে একটি ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। কিন্তু পাকিস্তানকে শাসনকারী সেনাবাহিনী এবং গোয়েন্দা চক্র আমাদের এই সম্পর্ককে নষ্ট করছে। তাদের উচিত “আফগানদের ধৈর্যের পরিক্ষা না নেওয়া। আর আমাদেরকে যুদ্ধের জন্য প্ররোচিত করাও কারো উচিত হবে না”।

মোল্লা খায়রুল্লাহ খায়রখওয়া তার বিবৃতিতে লিখেন যে, পাকিস্তান আমাদের কাছে ভাইয়ের মতো। আমরা সেখানে সময় কাটিয়েছি। আমি আল্লাহর শপথ করে বলছি, আমরা চাই না যে তারা সামান্য অসুবিধার সম্মুখীন হোক। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানি জনগণ কয়েকজন লোকের হাতে জিম্মি, যারা তাদেরকে বন্দী করে রেখেছে।

তিনি আরও বলেন, আফগান জাতির ধৈর্যকে ভুল বোঝা উচিত নয়। আফগান জাতি প্রাথমিকভাবে সংযম প্রদর্শন করে, কিন্তু শত্রুরা এটিকে মনে করতে শুরু করেছে যে, আফগানরা পদক্ষেপ নিতে অক্ষম। তবে এটি জেনে রাখা উচিত যে, আমাদেরকে যুদ্ধে উস্কানি দিলে পরিণতি সবকিছু পরিষ্কার করে দেবে।

তিনি বলেন, আমরা আমাদের যোদ্ধাদেরকে পাকিস্তানে প্রবেশ করা থেকে বাধা দিয়ে রেখেছি। কিন্তু পাকিস্তান আমাদের বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, তবে কেউ যদি আমাদের মধ্যে হস্তক্ষেপ করে বা আমাদের উস্কানি দেয় তবে তাদের জানা উচিত যে এই দেশে তিনটি সাম্রাজ্যকে পরাজিত করেছে। পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র নিয়ে বড়াই করা উচিত নয়। কেননা শত্রুর বিরুদ্ধে আফগান জাতির ক্ষেপণাস্ত্রের প্রয়োজন নেই, বরং আমরা সরাসরি শত্রুর মোকাবিলা করবো।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/35avazhy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুয়া খেলার সময় গ্রেফতার সাবেক আওয়ামী কাউন্সিলর
পরবর্তী নিবন্ধজোরপূর্বক জমি দখল করে নিজস্ব ইট ভাটায় ব্যবহার করছে বিএনপি নেতা; বাড়ি ছাড়া ভুক্তভোগী