প্রতিবেশীর দিকে জানালা খোলা রাখার বিষয়ে ইমারতে ইসলামিয়ার পাঁচ দফা নির্দেশনা জারি

0
282

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ দেশটিতে ভবন নির্মাণ এবং প্রতিবেশীর দিকে জানালা রাখার বিষয়ে পাঁচ দফার একটি নির্দেশনা জারি করেছেন।

এই আদেশ অনুযায়ী, যদি কেউ তার মালিকানাধীন জমিতে বা রাস্তার পাশের কোনো জায়গায় ভবন নির্মাণ করেন, তবে তাকে প্রতিবেশীর দিকে এমন কোনো জানালা স্থাপন করতে নিষেধ করা হয়েছে, যার মাধ্যমে প্রতিবেশীর ঘর দেখা যাবে।

এছাড়াও, যারা পূর্বেই প্রতিবেশীর দিকে জানালা রেখেছেন, তাদেরকে মানব উচ্চতার সমান একটি দেয়াল বা অন্য কোনো উপায় অবলম্বন করে প্রতিবেশীর ক্ষতি দূর করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

২৯ ডিসেম্বর, আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আমিরুল মুমিনিন কর্তৃক জারিকৃত এই নির্দেশনাটি আফগানিস্তানের পৌরসভা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে, প্রশাসন ভবন নির্মাণ প্রকল্পের উপর নজরদারি করবে এবং আদেশের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, আফগানিস্তানের সাধারণ জনগণ ইমারতে ইসলামিয়ার এই আদেশকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, প্রতিবেশীর ঘরের দিকে জানালা রাখা একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে, যা সমাজে অশান্তি এবং সংঘর্ষ সৃষ্টি করতে পারে।


তথ্যসূত্র:
1. Implimentation of new decree will ensure neighborly safety
– https://tinyurl.com/374mjmva

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার হাসপাতাল থেকে ২৪০ জনকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধমসজিদে বহিরাগতদের নামাজ পড়তে বাধা উগ্রবাদী হিন্দুদের