বছরের প্রথম দিনে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

0
29

০১ জানুয়ারি, বুধবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আর এর মাধ্যমে দেড় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে। চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বার্তাসংস্থাটি বলছে, ২০২৫ সালের প্রথম দিনে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় বুধবার কমপক্ষে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলোর বরাতে জানা গেছে। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, ইসরায়েলের একটি ফাইটার জেট পূর্ব গাজা শহরের শেজাইয়া পাড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে দুই নারী এবং তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। মেডিকেল সূত্র অনুসারে, এই হামলায় একজন নারী ও শিশু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বুরেইজ এবং নুসেইরাত ক্যাম্পের পূর্ব এবং উত্তর অংশেও গোলাবর্ষণ করেছে, তবে হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইট লাহিয়া এবং জাবালিয়ায় বাড়িঘর ও আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে।

দক্ষিণ গাজায়, পূর্ব খান ইউনিসের আল-ফুখারি এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। তাদের হামলায় ৪৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1. Death toll of the Israeli genocidal aggression on Gaza surges to 45,553
– https://tinyurl.com/5pmb25n9
2. Updates: Israel kills 28 Palestinians in Gaza on New Year’s Day
– https://tinyurl.com/2s47s97k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউন্নত চিকিৎসার দাবীতে গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারী আহতদের শাহাবাগে সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন