পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল; নামের ভুল আরও একজনের

0
69

নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল ছাপা হয়েছে। তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে মৃত্যুর সঠিক তারিখ ছাপা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ অধ্যায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিরস্ত্র আবু সাঈদ শহীদ হন।

তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামে বলা হয়েছে, ‘১৬ই জুলাই আন্দোলন তার সবচেয়ে কার্যকর ও পরিচিত ছবিটি পেয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এই ঘটনায় গত ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। সেখানেও ১৬ জুলাইয়ের কথা বলা হয়েছে।

এ ছাড়া পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে ‘আমরা তোমাদের ভুলবো না’ নামের প্রবন্ধে জুলাই আন্দোলনে নিহত একজনের নাম ভুল এসেছে। প্রবন্ধে টঙ্গীর সাহাজউদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী শহীদ নাফিসা হোসেনের নাম ‘নাহিয়ান’ ছাপা হয়েছে। যদিও পরে তা পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণে ঠিক করা হয়েছে।


তথ্যসূত্র:
১. পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল
– https://tinyurl.com/yjc6mm2a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের বদলে বিচারকদের মুফতিদের কাছে পাঠানো উচিত- মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী
পরবর্তী নিবন্ধসমন্বয়ক পরিচয় দিতে গিয়ে আটক নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগ নেতা