সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে আটক নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগ নেতা

0
21

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছে নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে রোববার (০৫ জানুয়ারি) রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিল বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলে। পরে তাকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে সে জঙ্গী সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানায়। এ সময় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।


তথ্যসূত্র:
১. বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক
– https://tinyurl.com/48cn39m5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল; নামের ভুল আরও একজনের
পরবর্তী নিবন্ধচিকিৎসকের অবহেলায় খতনা করতে গিয়ে শিশুর মৃত্যু; এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ