লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে হুমকি দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে।
দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।
এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সমন্বয়কদের পরিবার ও স্থানীয়রা।
বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায় এলাকাবাসী।
তথ্যসূত্র:
১.দেয়ালে লেখা, ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’
-https://tinyurl.com/5y36skre