ইস্তাম্বুলে আন্তর্জাতিক কার্পেট প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হাতেবোনা আফগান কার্পেট পণ্য

0
93

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক কার্পেট প্রদর্শনী ২০২৫ ইং। এতে ১৯টি দেশের ব্যবসায়িক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন। এতে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে আফগানিস্তানের হাতে বোনা কার্পেট পণ্য।

আফগান কার্পেট খাতের সমৃদ্ধি ও বৈচিত্র্যকে তুলে ধরতে অংশগ্রহণ করেছে আফগানিস্তানের ৮টি বিশিষ্ট কার্পেট কোম্পানি। এটি ৪ দিনব্যাপী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

২২৭ বর্গমিটার সাইজের আফগান কার্পেট পণ্য প্রদর্শনী জুড়ে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। হাতেবোনা কার্পেটের পাশাপাশি মেশিনে তৈরি কার্পেটও এতে প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, তুরস্কে নিযুক্ত ইমারতে ইসলামিয়ার কনসাল জেনারেল এবং বাণিজ্য ও কার্পেট শিল্পের সাথে সংশ্লিষ্ট আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, উন্নত মানের কার্পেট হিসেবে বিশ্বজুড়ে আফগান কার্পেটের সুখ্যাতি রয়েছে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।


তথ্যসূত্র:
1. Afghan Carpet Featured at Istanbul International Carpet and Flooring Expo
– https://tinyurl.com/5j7v2h8u
2. Afghanistan participates in International Carpet Exhibition in Turkey
– https://tinyurl.com/mc7v4p62

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনে ১,০৫৬ জনেরও বেশি চিকিৎসাকর্মী নিহত
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে আটক ভারতীয় নাগরিক