অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে আটক ভারতীয় নাগরিক

0
24

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মাহবুল খান (৫০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে জেলার বুড়িচংয়ের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহবুল খান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের আফজাল খানের ছেলে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে বিজিবির সুলতানপুর পোস্টের (৬০ বিজিবি) অধীনস্থ বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করে বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচং উপজেলার জামতলা নামক স্থান থেকে ভারতীয় নাগরিক মাহবুল খানকে আটক করা হয়।


তথ্যসূত্র:
১. কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/2r5cd7xm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইস্তাম্বুলে আন্তর্জাতিক কার্পেট প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হাতেবোনা আফগান কার্পেট পণ্য
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা; বিজিবি ও স্থানীয়দের বাঁধায় পিছু হটল বিএসএফ