নঁওগায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা; বিজিবির বাধায় কাজ বন্ধ করলো বিএসএফ

0
116

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আজ বুধবার সকালে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ।

বর্তমানে সেখানে বেড়ার নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোহাম্মদ ইকবাল হোসেন প্রথম গণমাধ্যমকে জানান, উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী, দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড় শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া কেউ দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত পিলারের দেড় শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া দিতে আসে, জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।


তথ্যসূত্র:
১. নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
– https://tinyurl.com/bjpdnr5n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা; বিজিবি ও স্থানীয়দের বাঁধায় পিছু হটল বিএসএফ
পরবর্তী নিবন্ধএবার হাসপাতালের ডিসপ্লেতে ভেসে উঠল ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’