গাজাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় পাঁচ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত

0
10

০৭ জানুয়ারি, মঙ্গলবার গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। ০৮ জানুয়ারি, বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে আল-মাওয়াসির তথাকথিত “নিরাপদ অঞ্চলে” নিহত পাঁচ শিশু এবং জাবালিয়ায় চালানো হামলায় নিহত আটজন বেসামরিক লোকও রয়েছেন।

কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক আল-মাওয়াসিতে অস্থায়ী তাঁবু ক্যাম্পে ভিড় করা সত্ত্বেও, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ক্রমাগত সেখানে আক্রমণ করে যাচ্ছে ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার রাতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনি পরিবারের উপরে তিনটি “গণহত্যা” চালিয়েছে এতে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।

খান ইউনিসের নাসের হাসপাতালের শিশুদের ওয়ার্ডের পরিচালক আহমেদ আল-ফাররা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বার্তা সংস্থাকে বলেছেন যে আল-মাওয়াসিতে আশ্রয় নেওয়া একটি তাঁবুতে পাঁচ শিশুকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল। মঙ্গলবার হাসপাতালে আনা আট শিশু ও পাঁচ নারীর মধ্যে তাদের মরদেহ ছিল।

এদিকে সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ১৯৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. LIVE: Israel kills 49 in Gaza, including 5 children in al-Mawasi camp
– https://tinyurl.com/mv4cn5yu
2. Israeli strikes kill dozens in Gaza, including 7 children
– https://tinyurl.com/3yu7b7ua

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে শেখ হাসিনার যত দূর্নীতি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বামিয়ান প্রদেশে ৬৯টি খনি শনাক্ত, ১৭টি খনিতে উত্তোলন কাজ চলছে