ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
এর আগে, বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের কলা বাগান থেকে লক্ষ্মী বিশ্বাসকে (২৮) আটক করা হয়। আটক লক্ষ্মী বিশ্বাস ভারতের হাঁসখালি থানার উলাসী গ্রামের বিপ্লব বিশ্বাসের স্ত্রী।
বিজিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মো. মহসীনের বাড়িতে একজন ভারতীয় নাগরিক অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপির চৌকস দল সীমান্ত পিলার ৬০-৩৩ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগান থেকে লক্ষ্মী বিশ্বাসকে আটক করা হয়।
তথ্যসূত্র:
১. মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/s2rdrjf4