আফগান ভূখণ্ড দিয়ে এলএনজি গ্যাস পরিবহনে রাশিয়ার সাথে চুক্তি করতে যাচ্ছে ইমারতে ইসলামিয়া

0
50

অর্থনীতি কেন্দ্রিক নীতির কারণে ক্রমেই আঞ্চলিক ট্রানজিট হাবে রূপান্তরিত হচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। আফগান ভূখণ্ডের মধ্য দিয়ে ৫০ মিলিয়ন ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করতে রাশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা ব্যক্ত করেছে ইমারতে ইসলামিয়া সরকার। আসন্ন মে মাসে অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক কাজান সম্মেলন ২০২৫-এ এই চুক্তি চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আফগানিস্তানে রাশিয়ান বিজনেস সেন্টারের প্রধান রুস্তম খাবিবুলিন এই তথ্যসমূহ জানিয়েছেন।

তিনি আরও জানান, এই গ্যাস রাশিয়া হতে আফগানিস্তানের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিবহন করা হবে। এই উদ্দেশ্যে গ্যাস ট্যাংকারের মাধ্যমে ইতোমধ্যে পরীক্ষামূলক পরিবহন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

চুক্তি প্রক্রিয়াটি কাজান সম্মেলনে ইতোপূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহের আলোকে অগ্রসর হচ্ছে। এর আগে বার্ষিক ৫০ মিলিয়ন টন রাশিয়ান তেল পরিবহনের জন্য বিগত ২০২৩ কাজান সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এছাড়া ২ মিলিয়ন টন রাশিয়ান গম ও ময়দা পরিবহনের জন্য ২০২৪ কাজান সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নতুন এই চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তালিবান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল সালাম জাওয়াদ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।

প্রধান এই আঞ্চলিক প্রকল্পটি চালু হলে আফগানিস্তানের পরিবহন, বিদ্যুৎ, নিরাপত্তা, পরিষেবা, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উৎপাদন খাতসমূহ আরও সক্রিয় ও বিকাশ লাভ করবে বলে মতামত ব্যক্ত করেছেন জাওয়াদ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে দেশটির ভূ-রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন বেসরকারি খাতের সদস্যগণ।


তথ্যসূত্র:
1. IEA plans to sign gas transit agreement with Russia
– https://tinyurl.com/3ekzn8td

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারি পিপিআর টিকা বিতরণে দুর্নীতি; ভুয়া হিসাব দেখিয়ে আত্মসাৎ কয়েক লাখ টাকা
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে ৪ ক্রুসেডার সহ অন্তত ১৯ শত্রু সেনা হতাহত