সোমালিয়ার দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব এবং মোগাদিশু বাহিনীর মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ফলে গত শুক্রবার এই অঞ্চলে আশ-শাবাব যোদ্ধাদের ২টি পৃথক অভিযানে অন্তত ১৯ শত্রু সেনা হতাহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১০ জানুয়ারি শুক্রবার, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার শাবেলি রাজ্যের ৫০ নম্বর এবং ৬০ নম্বর এলাকার সংযোগকারী সড়কে একটি অভিযান পরিচালনা করছেন। দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেন। ফলশ্রুতিতে উগান্ডান বাহিনীর কমপক্ষে ১ সৈন্য নিহত এবং আরও ৩ সৈন্য আহত হয়েছে।
এদিন দেশের কেন্দ্রীয় জালাজদুদ রাজ্যের আইলদির শহরের উপকণ্ঠেও একটি সামরিক অপারেশন পরিচালনা করেন আশ-শাবাব মুজাহিদিন। অভিযানটি শহরের উপকণ্ঠে ওনিনলে এলাকায় অবস্থান নেওয়া মোগাদিশু বাহিনীর একদল সৈন্যকে টার্গেট করে চালানো হয়। এতে মোগাদিশু বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। এছাড়াও মুজাহিদদের হামলায় ১ অফিসার ও ৩ সেনা সদস্য গুরুতর আহত সহ অন্তত ১৩ সেনা সদস্য আহত হয়েছে। আর মুজাহিদিনরা অভিযান শেষে ঘটনাস্থল থেকে গনিমত হিসাবে অর্জন করেছেন ৫টি মেশিনগান সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/bjpwmn68
– https://tinyurl.com/3adcrbxj