আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও বিএনপির সংঘর্ষ; আহত ০৬

0
12

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টরকী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার ছাত্রদল নেতা শাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষ রাতে নতুন টরকী বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে জুয়েল বেপারী নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১. আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
– https://tinyurl.com/nhzdfuau

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা
পরবর্তী নিবন্ধভিডিও || ইসরায়েল গাজায় গত এক বছরে ধ্বংস করেছে ৮১৫টি মসজিদ