রাবির পাঁচ হল থেকে পোড়ানো অবস্থায় কুরআন উদ্ধার; দেয়ালে আঁকা বিজেপির লোগো

0
57

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচটি আবাসিক হল থেকে আগুনে পোড়া পবিত্র কোরআন শরীফ পাওয়া গেছে। রবিবার (১২ জানুয়ারি) ভোর থেকে দুপুর ১২টার মধ্যবর্তী সময়ে ৫ হলের আবাসিক শিক্ষার্থীরা অর্ধ-পোড়ানো পবিত্র কোরআন উদ্ধার করেন।

গণমাধ্যমের বরাতে জানা যায়, সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হল থেকে আগুনে পোড়া পবিত্র কোরআন শরীফ উদ্ধার করা হয়।

একইসঙ্গে শহীদ জিয়াউর রহমান হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্মফুলের ছবিও আঁকানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি প্রশাসন। এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হল প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, শহীদ জিয়াউর রহমান হলে আজ ফজরের নামাজের সময় পবিত্র কোরআন শরীফ পড়তে গেলে শিক্ষার্থীরা দেখতে পান প্রথম দিকের কিছু অংশ পোড়ানো। পরে সকাল ১০টার দিকে সৈয়দ আমীর আলী হলের মুক্তমঞ্চে অর্ধ পোড়ানো অবস্থায় পবিত্র কোরআন শরীফ দেখতে পান এক শিক্ষার্থী। পরে বিষয়টি জানাজানি হলে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান শিক্ষার্থীরা। এছাড়া বেলা ১১টার দিকে শহীদ হবিবুর রহমান হলের মসজিদে খোঁজ নিয়ে পবিত্র কোরআনের কয়েকটি পাতা পোড়ানো দেখতে পায় হল প্রশাসন। অন্যদিকে দুপুর ১২টার দিকে মতিহার হলের ছাদে অর্ধ পোড়ানো এবং ছিন্নভিন্ন অবস্থায় গ্রন্থটি উদ্ধার করে শিক্ষার্থীরা।


তথ্যসূত্র:
১. রাবির চার হল থেকে অর্ধ-পোড়ানো কোরআন উদ্ধার, দেয়ালে বিজেপির লোগো
– https://tinyurl.com/3mwrd46j
২. রাবির ৫ হল থেকে আগুনে পোড়ানো কোরআন উদ্ধার
– https://tinyurl.com/y6bsm9ct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচীনে ইসলাম ধর্মীয় শিক্ষা দেওয়ায় মুসলিম নারীর জেল
পরবর্তী নিবন্ধজাতীয় ক্যান্সার হাসপাতালে ৬ রেডিওথেরাপি মেশিনের সবগুলোই বিকল