কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; নিহত ০১

0
42

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছে, শনিবার (১১ জানুয়ারি) রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয় গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুই গ্রুপের তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৫ জন। তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে ডাক্তার রতনকে মৃত ঘোষণা করে।


তথ্যসূত্র:
১. কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সভাপতি নিহত
– https://tinyurl.com/mt8p7xj6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিয়মিত অধিবেশনে ১৭টি প্রকল্প অনুমোদন করল ইমারতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন
পরবর্তী নিবন্ধসীমান্ত এলাকায় ধান চাষের সময় বাংলাদেশী চাষীকে বিএসএফ এর বাঁধা