সীমান্ত এলাকায় ধান চাষের সময় বাংলাদেশী চাষীকে বিএসএফ এর বাঁধা

0
73

সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে নজরুল ইসলাম গাজী নামের এক কৃষককে ধান চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিপি ও বিএসএফের মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত লক্ষ্মীদাড়ি সীমান্তের ৩ নং মেইন পিলারের ২ ও ৩ নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীদাড়ি গ্রামের শাহীন গাজী গণমাধ্যমকে জানিয়েছে, তার বাবা নজরুল গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ফসলের চাষ করে আসছেন। গত শনিবার বিকেলে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চাষ করা যাবে না বলে বাধা দেয়। ওই জমি ভারতের বলে তারা দাবি করে।


তথ্যসূত্র:
১. সাতক্ষীরা সীমান্তে ধান চাষে বিএসএফের বাধা
– https://tinyurl.com/4dz4esry

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; নিহত ০১
পরবর্তী নিবন্ধভিডিও || ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে শেখ হাসিনার যত দূর্নীতি