ভিডিও || ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের উন্নয়নের জন্য একটি মসজিদ ও ২৫৭টি বাড়ি উচ্ছেদ

0
33

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের উন্নয়নের জন্য
একটি মসজিদ ও ২৫৭টি বাড়ি উচ্ছেদ

রাম্বল থেকে ভিডিও দেখুন:

বিটকিউট থেকে ভিডিও দেখুন:

রাম্বল লিংক: https://rumble.com/v69c6rg-378482236.html?e9s=src_v1_ucp

বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/R5YpXx5OUmzr

আর্কাইভ লিংক: https://archive.org/details/a-mosque-and-257-houses-were-demolished-in-madhya-pradesh

 

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের উন্নয়নের জন্য একটি মসজিদ ও ২৫৭টি বাড়ি উচ্ছেদ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িন এলাকায় ২০২৮ সালে একটি মেলার আয়োজন করবে হিন্দুত্ববাদীরা। এ জন্য মন্দিরের উন্নয়ন কাজ শুরু করেছে প্রশাসন। এর অংশ হিসেবে, মন্দির করিডোর প্রকল্পের জন্য স্থানীয় নিযামুদ্দিন কলোনিতে একটি মসজিদ এবং ২৫৭টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের মাত্র ২৪ ঘণ্টার নোটিশ দেওয়া হয়েছিল উচ্ছেদের জন্য। উচ্ছেদ অভিযান চলাকালে এলাকায় কোনো প্রতিবাদ বা প্রতিরোধ এড়াতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

১২ জানুয়ারি, ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া-এর প্রতিবেদনে জানানো হয়, ভোরে বুলডোজারগুলি এলাকায় প্রবেশ করে। এ সময় অনেক বাসিন্দা তখন‌ও ঘুমিয়ে ছিলেন এবং মাইকে উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা শুনে তারা চমকে উঠেন। পরে বাসিন্দারা যা কিছু পারেন সংগ্রহ করে বুলডোজারগুলো কাজ শুরু করার আগেই তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন।

উচ্ছেদের প্রক্রিয়া শুরু হলে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। বহু নারী ও শিশু অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং অনেকেই নিজের বাড়ি ভেঙে যাওয়ার দৃশ্য দেখে অচেতন হয়ে যান।


তথ্যসূত্র:

  1. MP: Mosque, 257 Homes Demolished in Ujjain for Temple Corridor Expansion
    – https://tinyurl.com/tasde2bn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা কলেজে খসে পড়ছে হলের পলেস্তারা, হেলমেট মাথায় ঘুমাচ্ছে শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধভিডিও || রাবির পাঁচ হল থেকে পোড়ানো অবস্থায় কুরআন উদ্ধার; দেয়ালে আঁকা বিজেপির লোগো