ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শাজাপুর জেলায় ১১টি গ্রামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিজেপি সরকার। পূর্বে এসব গ্রামের নাম ছিল মুসলিম ধারায়। নতুন নামগুলোর সবগুলো হিন্দু সংস্কৃতি ও হিন্দুত্ববাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে রাখা হয়েছে।
গত ১৪ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক অনুষ্ঠানে এসব নতুন নাম ঘোষণা করেছে।
নতুন নামগুলো হলো: নীপানিয়া হিসামুদ্দিন হবে নীপানিয়া দেব, ধাবলা হুসেইনপুর হবে ধাবলা রাম, মুহাম্মদপুর পাউডিয়া হবে রামপুর পাউডিয়া, খাজুরি আল্লাহদাদ হবে খাজুরি রাম, হাজিপুর হবে হিরাপুর, মুহাম্মদপুর মাচনাই হবে মোহনপুর, রিচরি মোরাদাবাদ হবে রিচরি, খলিলপুর হবে রামপুর, ঊনচাঁদ হবে ঊনচাঁবাদ, ঘাট্টি মুক্তিয়ারপুর হবে ঘাট্টি এবং শেখপুর বংগী হবে আবাদপুরী।
এর আগে গত ৫ জানুয়ারি মোহন যাদব তার নিজ জেলা উজ্জয়নে তিনটি মুসলিম গ্রামের নতুন নামকরণ করেছিল। সেখানে গাজনি খেদি নামটি পরিবর্তন করে চামুন্ডা মাতা নগর, মাওলানা নামটি বদলে বিক্রম নগর, এবং জাহাঙ্গীরপুরী নামটি জগদীশপুর রাখা হয়েছে।
এছাড়াও মধ্যপ্রদেশে হিন্দুত্ববাদীরা আরও বেশ কিছু এলাকা ও শহরের নাম পরিবর্তনের দাবি তুলেছে।
তথ্যসূত্র:
1. Madhya Pradesh CM Renames 11 Villages with Muslim Names in Shajapur
– https://tinyurl.com/54j25bhv