ইস্পাত শিল্পে আফগানিস্তানের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তুর্কমেনিস্তানে ১৫০,০০০ টন ইস্পাত রপ্তানির ঘোষণা

0
45

ইস্পাত শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। ইস্পাত রপ্তানি করতে সম্প্রতি তুর্কমেনিস্তানের সাথে চুক্তি করেছে তালিবান প্রশাসন। এই চুক্তি অনুযায়ী, ২০২৫ সালে তুর্কমেনিস্তানে ১ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন ইস্পাত রপ্তানি করবে আফগানিস্তান। ইমারতে ইসলামিয়া সরকারের শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দযাদা আব্দুস সালাম জাওয়াদ হাফিযাহুল্লাহ জানান, বিগত বছর পাকিস্তানে ৬০ হাজার টন ইস্পাত রপ্তানি করেছিল তালিবান সরকার। তবে ২০২৫ সালে ১ লক্ষ ৫০ হাজার টন ইস্পাত রপ্তানি করতে তুর্কমেন প্রশাসনের সাথে চুক্তি চূড়ান্ত করেছে ইমারতে ইসলামিয়া।

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৪ হাজার ব্যক্তি দেশের বিভিন্ন ইস্পাত শিল্প কারখানায় কর্মরত রয়েছেন। তালিবান ক্ষমতায় আসার পর থেকে এই খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করা হয়েছিল। অন্যান্য শিল্পের পাশাপাশি ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তথ্যসূত্র:
1. Turkmenistan to import 150,000 tons of steel from Afghanistan
– https://tinyurl.com/mpwdywte

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মধ্যপ্রদেশে ১১টি মুসলিম গ্রামের নাম পরিবর্তন করেছে বিজেপি
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৬১