উত্তর প্রদেশের সম্বালে মসজিদের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মুসলিম মালিকানাধীণ দোকান গুলো সরিয়ে ফেলার কথা বলেছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্বাবাদী বিজেবির প্রশাসন।
গত ১২ জানুয়ারি, সোমবার এই বিষয়ক একটি ভিডিও সামাজি যোগাযোগ মাধমে ভাইরাল হয়।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, মুসলিম ব্যবসায়ীদের সতর্ক করছে সাব ডিভিশনাল মেজিস্ট্রেট বন্দনা মিশরা।
অবৈধ স্থাপনার অভিযোগ তুলে মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্য করে সে বলে মুসলিম ব্যবসায়ীরা যাতে নিজেরাই নিজেদের দোকান ভেঙে অন্যত্র চলে যায়। অন্যথায় হিন্দুত্ববাদী প্রশাসন তাদের দোকানে গুড়িয়ে দেবে।
তথ্যসূত্র:
১. ভিডিও: https://tinyurl.com/kd7as3am