যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা

0
5

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল অবরুদ্ধ গাজার উপর বোমা হামলা অব্যাহত রেখেছে। ১৫ জানুয়ারি, বুধবার তারা হামলা চালিয়ে অন্তত ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে নিহতের সংখ্যা ৪৬ হাজার ৬৪৫ জন থেকে ৪৬ হাজার ৭০৭ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, বুধবার বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ২৫৩ জন আহত হয়েছে। এতে আহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ১০ হাজার ১২ জন থেকে ১ লাখ ১০ হাজার ২৬৫ জনে উপনীত হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলাগুলো প্রাথমিকভাবে দেইর এল-বালাহ, গাজা সিটি এবং খান ইউনিস শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে।

বাসাল জানান, খান ইউনিসের আল-মানারা এলাকায় আবেদ পরিবারের বাড়িতে বর্বর ইসরায়েলি হামলায় এক বছর বয়সী মেয়েসহ ১০ জন নিহত হয়। হামলায় শিশুটির বাবা-মা, দাদা ও চাচাও নিহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দেইর এল-বালাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে বর্বর ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। একটি পৃথক হামলায়, গাজা শহরের দারাজ এলাকায় আবু আল-শার পরিবারের চার শিশু নিহত হযয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে, একটি অ্যাপাচি হেলিকপ্টার উত্তর গাজার জাবালিয়া এলাকায় গুলি চালিয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী অক্টোবর থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।


তথ্যসূত্র:
1. Israel’s genocide of Palestinians continues: 46,707 killed so far as death rises
– https://tinyurl.com/4yz53rsh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে মুসলিম মালিকানাধীন দোকান ভেঙে ফেলার হুমকি দিল হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধমালিতে জান্তা বাহিনীর সামরিক ক্যাম্প বিজয়ে ‘জেএনআইএম’ এর দুঃসাহসী অভিযান