মোগাদিশু বাহিনী ও দখলদার AUSSOM জোট বাহিনীর উপর আশ-শাবাবের হামলা অব্যাহত

0
34

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নেতৃত্বাধীন আফ্রিকান ক্রুসেডার জোট বাহিনী “AUSSOM” এবং পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীকে লক্ষ্য করে ভারী হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন।

সোমালিমেমো এর তথ্যমতে, গত ১৮ জানুয়ারি রাতে, দেশের দক্ষিণাঞ্চলীয় শাবেলি রাজ্যের দানো এলাকায় ব্যাপক সামরিক অপারেশন পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। অভিযানটি উক্ত অঞ্চলে অবস্থিত ক্রুসেডার “AUSSOM” জোটের অন্তর্গত দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। এতে দখলদার বাহিনীর বহু সংখ্যক সৈন্য হতাহত হয় এবং সামরিক ঘাঁটির অনেক অবকাঠামো ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।

এদিন রাতে উপসাগরীয় অঞ্চলে সক্রিয় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা এল বার্দে জেলার কয়েকটি স্থানে ব্যাপক আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের এই আক্রমণের শিকার হয়েছে সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশাসনের সাথে যুক্ত মিলিশিয়ারা এবং এই অঞ্চলে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলো। ফলে জেলাটিতে মুজাহিদদের রাতের অভিযানে বহু সংখ্যক মিলিশিয়া সদস্য হতাহত হয়।

একইভাবে হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা রাতে জিযু রাজ্যেও সামরিক অপারেশন পরিচালনা করেন। রাজ্যটির বারধেরী জেলায় সরকারি মিলিশিয়াদের “বারাক্সো” নামক একটি সামরিক ক্যাম্পকে লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেন। ফলশ্রুতিতে শত্রু বাহিনীর কতক সৈন্য হতাহত হওয়া ছাড়াও বস্তুগত ব্যাপক ক্ষতির শিকার হয়।

উল্লেখ্য যে, সোমালি ভূখণ্ডে আক্রমণকারী দখলদার আফ্রিকান ঔপনিবেশিক বাহিনী AUSSOM এবং পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী ও তাদের অনুগত মিলিশিয়াদের উপর আশ-শাবাবের তীব্র আক্রমণ অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yc32nwds

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিকাব পরিধান করবে বলায় ঢাবি শিক্ষার্থীকে চ্যানেল-আই এর টকশোতে অংশগ্রহণে মানা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের খোস্ত প্রদেশের মাজহারুল উলুম মাদ্রাসায় সদ্য আলেমদের সংবর্ধনা প্রদান