ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অনন্ত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম আলমের সমর্থক ১০ জন ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থক পাঁচজন।
সোমবার (২১ জানুয়ারি )সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তখন স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতারা বসে সমাধান করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এত দিনে সমাধান না হওয়ায় ফের সোমবার (২০ জানুয়ারি ) কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়।
তথ্যসূত্র:
১.মনপুরায় চুরির মাল নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
-https://tinyurl.com/3nfd5yp7