পাঁচবিবি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা; বিজিবির বাধায় কাজ বন্ধ

0
41

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধায় বন্ধ হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়,  মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে।

এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া তৈরির নির্মাণসামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাহিদ নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবির সদস্যরা বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হয়।


তথ্যসূত্র:
১.জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
-https://tinyurl.com/mthdtj5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুরির মাল নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
পরবর্তী নিবন্ধপিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর; আহত এসআই