জেনিনে দখলদার বাহিনীর বর্বর অভিযান, ৮ ফিলিস্তিনি নিহত

0
20

২১ জানুয়ারি, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি দখলদার বাহিনী বড় একটি অভিযান চালিয়ে কমপক্ষে আট ফিলিস্তিনিকে হত্যা করেছে । বর্বর এ আগ্রাসনে আরও ৩৫ জন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিক যানবাহন জেনিন ও এর শরণার্থী শিবিরে প্রবেশ করে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ‘বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আহত হয়েছেন।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

দখলদার বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আয়রন ওয়াল’ এবং এটি ‘যতক্ষণ প্রয়োজন চালিয়ে যাওয়া হবে।’

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বলেন, ‘সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি আশ্রয় শিবিরে আক্রমণ চালিয়েছে। এটি খুব দ্রুত হয়েছে, আকাশে অ্যাপাচি (হেলিকপ্টার) এবং সর্বত্র ইসরায়েলি সামরিক যানবাহন।’

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনি হামলা রোধের জন্য অভিযান জোরদার করার দাবি করলেও এর ফলে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম তীর দখলের পর থেকে ইসরায়েল সেখানে প্রায় সাত লাখ ইহুদিকে নিয়ে ১৬০টিরও বেশি বসতি নির্মাণ করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ বলে বিবেচিত হলেও ইসরায়েল তা অস্বীকার করে।


তথ্যসূত্র:
1. Israel launches ‘significant’ military operation in West Bank, at least eight Palestinians killed
– https://tinyurl.com/3ecn5y3a
2.Eight Palestinians killed as Israeli forces launch major operation in Jenin
– https://tinyurl.com/sssjwrz2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেয়েছেন মার্কিন কারাগারে বন্দী থাকা আফগান মুজাহিদ খান মুহাম্মদ হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখই লাপাত্তা