ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুজাহিদদের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে সে পদত্যাগ করেছে।
২১ জানুয়ারি, মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে সে পদত্যাগ করেছে। সোমবার সে এজন্য নিজের পদ থেকে পদত্যাগ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করেছে। এতে সে উল্লেখ করেছে, ৭ অক্টোবর (সামরিক বাহিনীর) ব্যর্থতার জন্য আমার দায় স্বীকার করে আমি পদত্যাগ করছি। বর্তমান পরিস্থিতিকে সে সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানায়। যদিও যুদ্ধে ইসরায়েলের কোন লক্ষ্য অর্জিত হয়নি বলে সে স্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ মার্চ থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে।
ইসরায়েলের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারোন ফিনকেলম্যানও পদত্যাগ করেছে। গাজা এই সাউদার্ন কমান্ডের অধীনেই পড়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল।
১৫ মাস ধরে সন্ত্রাসী ইসরায়েলের টানা হামলা অপরাধী-নিরপরাধ বিচার করেনি। ৪৭ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২৩ লাখ মানুষ। এই নির্মমতা বন্ধে পৃথিবীব্যাপী জনমত সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টার পর একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।
তথ্যসূত্র:
1. Israel’s military chief resigns over 7 October 2023 failures
– https://tinyurl.com/yvb6r287
2.Israeli army chief to resign over huge security breach in Hamas’ Oct 7 attack
– https://tinyurl.com/fnpymv2s