বিগত ৯ মাসে ৩ লাখের অধিক আফগান শরণার্থী পাকিস্তান থেকে স্বদেশে ফিরে এসেছেন। কান্দাহার শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের কর্মকর্তা মুফতি নেমাতুল্লাহ আলফাত হাফিযাহুল্লাহ জানান, স্পিন বোল্ডাক জেলা দিয়ে সর্বমোট ৫৮ হাজার ৬৬৩টি পরিবার দেশে ফিরে এসেছেন। পরিবারগুলোর সর্বমোট সদস্য সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৩০১ জন।
ফিরে আসা এই সকল পরিবারের প্রতিটিকে ১০ হাজার আফগানি করে প্রদান করেছে ইমারতে ইসলামিয়া। পাশাপাশি তাদেরকে খাদ্য, ওষুধ, টিকা ও জীবন নির্বাহের প্রাথমিক সুবিধাদি সরবরাহ করা হয়েছে। অতিরিক্ত সহায়তা লাভের জন্য পরিবারগুলোকে অংশীদার সংস্থাসমূহের নিকট পাঠানো হয়েছে।
ফেরত আসা অধিকাংশ পরিবার কান্দাহার, হেলমান্দ, উরুজগান, জাবুল ও ফারাহ প্রদেশের অন্তর্গত। অন্যান্য প্রয়োজন পূরণের পাশাপাশি নিজ প্রদেশে স্থানান্তর হতে তাদেরকে পরিবহন সুবিধা প্রদান করেছে ইমারতে ইসলামিয়া।
উল্লেখ্য যে, কান্দাহার প্রদেশের দামান জেলায় শরণার্থীদের জন্য ৬০০০ জেরিব (প্রায় ২৯৬৫.৩ একর) এলাকাজুড়ে একটি জনপদ গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৫০০ জেরিব (প্রায় ৭৪১.৩ একর) জমির উপর ৭৯২টি প্লটের নকশা অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে প্লট পেয়েছে ২৫০ এরও অধিক শরণার্থী পরিবার।
একই সাথে দক্ষ ব্যক্তিদের সুবিধা দিতে শোরানডাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছোট ব্যবসা প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ কর্মসূচি এবং সেলাই কাজ সহ অন্যান্য স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ব্যক্তিগণ স্থানীয় কারখানায় কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ।
এছাড়া অংশীদার সংস্থাসমূহ শরণার্থী পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা ১৩০ টি পরিবারের প্রত্যেককে ৩৮ হাজার আফগানি, ৮০২টি পরিবারকে ৮৮০ ডলার এবং ৩০৯টি বাসার ঘরভাড়া বাবদ ১১ হাজার ৫০০ আফগানি প্রদান করেছে। পাশাপাশি তাদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে।
এই সকল প্রচেষ্টা বাস্তুচ্যুতদের জীবন পুনর্গঠন ও অঞ্চলটির স্থিতিশীলতা জোরদার করতে ইমারতে ইসলামিয়া প্রশাসনের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Over 300,000 Afghan Migrants Return from Pakistan Amid Support Initiatives
– https://tinyurl.com/484ym2ed